চট্টগ্রামে ডেঙ্গুতে মোহাম্মদ হোসেন মাসুদ নামের আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছে ১৭১ জন।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মাসুদ (৫৫) চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ডের বাসিন্দা ছিলেন।
জানা গেছে, গত ১২ সেপ্টেম্বর ডেঙ্গু জ্বর নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় তার কয়েকবার কার্ডিয়াক অ্যাটাক হয়। পরে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে মারা যান মাসুদ।
মঙ্গলবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ডেঙ্গুতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৭১ জন, মারা গেছে ১ জন। এনিয়ে চলতি মাসের জানুয়ারি থেকে এখনও পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ২৭৬ জন।
আইএমই/ডিজে