চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিবি আলমাস নামের এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (২ আগস্ট) ডেঙ্গু আক্রান্ত বিবি আলমাসকে ভর্তি করানো হয় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে। সেখানে রোববা রাতে মারা যান তিনি।
বিবি আলমাসের (৩৩) বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারিতে।
চট্টগ্রম সিভিল সার্জন কার্যালয়ের গত ২৪ ঘণ্টার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, ডেঙ্গুতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩১ জন। চলতি বছরের জানুয়ারি থেকে এখনও পর্যন্ত মারা গেছেন ৫৫ জন। এর মধ্যে নারী ২০ জন, পুরুষ ১৪ এবং শিশু ২১ জন।
নতুন আক্রান্ত ১৩১ জনের মধ্যে সরকারি হাসপাতালে ৭৯ জন, বেসরকারি হাসপাতালে ৫২ জন ভর্তি হয়েছেন।
চট্টগ্রামে চলতি বছরের শুরু থেকে এখনও পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬ হাজার ২৬৬ জন। বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হিসেবে হাসপাতালে ভর্তি রয়েছে ৩১৭ জন। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১১৫ জন, জেনারেল হাসপাতালে ২৭ জন এবং জেলার অন্য হাসপাতালগুলোতে ১৭৫ জন ভর্তি রয়েছেন। বছরের শুরু থেকে এই পর্যন্ত বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৫ হাজার ৯৪৯ জন।
আইএমই/ডিজে