চট্টগ্রামে ডেঙ্গুতে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। দু’জনেই চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এনিয়ে চলতি বছরে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫২ জনে, যাদের মধ্যে ২১ জনই শিশু।
মৃত দুই শিশুর মধ্যে একজন সাত মাস বয়সী মুনতাসির মাহমুদ ওরফে লাবিব ও অপরজন ছয় বছরের জাহিদ হোসাইন।
শুক্রবার (২৫ আগস্ট) রাতে দুজনেরই মৃত্যু হয়। মুনতাসির চট্টগ্রামের সীতাকুণ্ডের বড় কুমিরা এলাকার তাজু ইসলামের ছেলে। আর জাহিদ বাঁশখালীর খানকানাবাদ এলাকার আবদুল মাবুদের ছেলে। চট্টগ্রাম মেডিকেলের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিল তারা।
চট্টগ্রাম মেডিকেলের শিশু ওয়ার্ডের সহকারী রেজিস্ট্রার সৌরভ দাশ বলেন, ‘জাহিদ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ১৯ আগস্ট থেকে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন ছিল।মুনতাসির ওয়ার্ডে ভর্তি ছিল। ডেঙ্গুর ডেঞ্জার সাইন দেখা দিলে তার শ্বাসকষ্ট শুরু হয়, এরপর শুক্রবার সকালে তাকে আইসিইউতে নেওয়া হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাতে দু’জনই মারা যায়।’
এদিকে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন থেকে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ১৩৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, আর মারা গেছে ২ জন। চট্টগ্রামে ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা ৫ হাজার ২১৭ জন।
আইএমই/ডিজে