ডিটিএ ও গ্র্যান্ট ম্যানেজমেন্ট সেমিনারে রোটারি ক্লাব অব চিটাগাং ইস্ট

বিশ্বব্যাপি রোটারির পতাকা উড্ডীন করতে সকল ভালো কাজের সাথে থাকার অঙ্গীকারের মধ্য দিয়ে অনুষ্ঠিত রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮২-এর গ্র্যান্ট ম্যানেজমেন্ট সেমিনার ও ডিস্ট্রিক ট্রেনিং অ্যাসেম্বলিতে স্বতস্ফূর্ত অংশগ্রহণ করেছেন রোটারি ক্লাব অব চিটাগাং ইস্ট-এর প্রতিনিধিবৃন্দ।

১৯ মে সন্ধ্যায় সিলেট শহরের স্টার প্যাসিফিক হোটেলের বলরুমে গ্র্যান্ট ম্যানেজমেন্ট সেমিনার এবং ২০ মে দিনব্যাপী রোটারি ক্লাব অব সিলেট এরিয়ার আয়োজনে আমানউল্লাহ সেন্টারে ডিস্ট্রিক্ট টেনিং অ্যাসেম্বলি (ডিটিএ) অনুষ্ঠিত হয়। এতে ক্লাবের স্টার প্রেসিডেন্ট ও পিপি চট্টগ্রামের প্রথম ক্লিনিক্যাল পুষ্টিবিদ হাসিনা আক্তার লিপি, ক্লাব প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান নাসিমা আখতার, সেক্রেটারি ইলেক্ট রোটারিয়ান লেখক-সাংবাদিক শওকত বাঙালি, ট্রেজারার রোটারিয়ান পিপি মোহাম্মদ শহীদুল্লাহ শহীদ, রোটারিয়ান মিজানুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী কে এম সাদুল্লা চিশতী প্রমুখ অংশগ্রহণ করেন।

দুইদিনের অনুষ্ঠানে অন্যদের মধ্যে ৩২৮২-এর ডিস্ট্রিক্ট গভর্নর ইঞ্জিনিয়ার মতিউর রহমান, ফাস্টলেডি রোটারিয়ান সামিনা ইসলাম, ভাইস গভর্নর দিলনাশিন মহসিন, পিডিজি মীর আনিসুজ্জামান, পিডিজি সহিদ আহম্মেদ চৌধুরী, পিডিজি এবং ডিস্ট্রিক্ট ট্রেইনার ইঞ্জিনিয়ার আব্দুল আহাদ, ডিস্ট্রিক্ট গভর্নর নমিনী ফয়সাল আহম্মেদ, ডিস্ট্রিক্ট গভর্নর নমিনী ডেজিগনেটেড ডা. মঈনুল ইসলাম মাহমুদসহ বিভিন্ন ক্লাব সদস্যরা উপস্থিত ছিলেন।

s alam president – mobile

আয়োজন চমৎকারভাবে সম্পন্ন হওয়ায় রোটারি ক্লাব অব চিটাগাং ইস্ট প্রতিনিধিবৃন্দ আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে সর্বক্ষেত্রে রোটারির সুনাম বৃদ্ধির পাশাপাশি একে অপরের সাথে সম্পর্কের ভিত্তি আরো মজবুত হবে। অংশীদারিত্বের মাধ্যমে যথাযথ দায়িত্ব পালনে সচেষ্ট হবে ক্লাবগুলো।

পরে সেমিনারে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট বিতরণ করা হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!