ডিটারজেন্ট খেয়ে ৯ বছরের শিশুর মৃত্যু বায়েজিদে

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার শেরেবাংলা টাওয়ার এলাকায় ডিটারজেন্ট খেয়ে ইব্রাহীম হোসেন রাফাত নামে ৯ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

নিহত শিশু ওই এলাকার জাকির হোসেনের ছেলে।
মঙ্গলবার (২২ নভেম্বর) রাতে এই ঘটনা ঘটে।

নিহতের বাবা জাকির হোসেন বলেন, ‘আমি গাড়ি চালাই। গতকাল পণ্য নিয়ে ঢাকায় গিয়েছিলাম। আমার স্ত্রী গার্মেন্টেসে চাকরি করে। রাতে বাসায় এসে আমার স্ত্রী দেখে ছেলেটি ডিটারজেন্ট খেয়ে বসে আছে।’

বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান বলেন, ‘রিফাতের মা গা্র্মেন্টেসে কাজ করে। বাবা ট্রাক চালায়। দুজনেই রাতে বাড়ি ফিরে দেখে তাদের ছেলে রিফাত ডিটারজেন্ট খেয়ে ছটফট করছে। পরে চট্টগ্রাম মেডিকেলের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করে।
লাশ ময়নাতদন্তের জন্য দুপুরে মর্গে পাঠানো হয়েছে।’

আইএমই/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm