ঢাকা মেট্রোপলিটন ক্রাইম রিপোর্টার্স সোসাইটির (ডিএমসিআরএস) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সংগঠনের মুখপাত্র মনোনীত হয়েছেন মুহাম্মদ আবু আবিদ।
সোমবার (২৮ অক্টোবর) সংগঠনের চেয়ারম্যান মো. মশিউর রহমান রুবেল ও মহাসচিব মোহাম্মদ মাসুদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন ক্রাইম রিপোর্টার্স সোসাইটির মহাসচিব মোহাম্মদ মাসুদ বলেন, মুহাম্মদ আবু আবিদ গত ৩ বছর যাবৎ আমাদের সংগঠনের কার্যনির্বাহী সদস্য হিসেবে যুক্ত আছেন। তিনি একজন সফল সংগঠক। তার সামাজিক কাজের আইডিয়া ও বাস্তবায়নের প্রক্রিয়া সকলের কাছেই প্রশংসিত। সংগঠন কার্যক্রম গতিশীল ও শক্তিশালী একটি প্লাটফর্ম তৈরির জন্যই তাকে এ দায়িত্বে পদায়ন করা হয়েছে।
মুহাম্মদ আবু আবিদ বাংলাদেশের একজন সমাজকর্মী ও সাংবাদিক। তিনি সামাজিক ও স্বোচ্ছাসেবী সংগঠন ‘দূর্বার তারুণ্য ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা। তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিকতা করছেন। বর্তমানে তিনি একটি দৈনিক পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্বে আছেন।