ডা. হাসান শাহরিয়ারকে জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক পদে বদলি

চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবিরকে স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

রোববার (১৭ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য সেবা বিভাগ পার-২ অধিশাখার উপসচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ জারি করা হল এবং অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস স্বাস্থ্য ক্যাডার/স্বাস্থ্য সার্ভিসের উল্লিখিত পদ ও কর্মস্থলে বদলি বা পদায়ন করা হলো।

আইএমই/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm