ডা. সাহেনা আকতার চমেকের নতুন অধ্যক্ষ

চট্টগ্রাম মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন চমেক হাসপাতালের গাইনি এন্ড অবস বিভাগের অধ্যাপক ডা. সাহেনা আকতার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের পার-১ শাখার উপ-সচিব মল্লিকা খাতুন স্বাক্ষরিত প্রজ্ঞাপন সংবলিত এক আদেশ ২০ জানুযারি (বুধবার) কলেজ কর্তৃপক্ষের হাতে পৌঁছায়। চিঠিতে এ আদেশ অবিলম্বে কার্যকরের নির্দেশনা রয়েছে।

ডা. সাহেনা আকতার চমেক হাসপাতালের গাইনি এন্ড অবস বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। অধ্যক্ষ হিসেবে নিয়োগের বিষয়ে জানতে ডা. সাহেনা আকতারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে গুণি এ অধ্যাপক চট্টগ্রাম প্রতিদিনকে জানান তাঁর প্রতিক্রিয়া। তিনি জানান, ‘দীর্ঘদিন আমি গাইনি বিভাগে কর্মরত থেকে নারীদের স্বাস্থ্য ও মানসিক বিকাশে কাজ করেছি। আমার হাতে হাজারও শিক্ষার্থী তাদের হাতে-কলমে শিক্ষা নিয়েছে। গাইনিতে কাজ করতে গিয়ে সাধারন মানুষের কাছে থেকে প্রান্তিক নারীদের চিকিৎসা সেবা দেয়ার সুযোগ হয়েছে।’

তিনি বলেন, ‘পূর্ব অভিজ্ঞতা, শ্রম, মেধা ও একনিষ্ঠতা নিয়ে আমি চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থীদের শিক্ষা ও ব্যবস্থাপনায় নতুন কিছু দিতে চেষ্টা করব। তৈরি করতে চাই দক্ষতা সম্পন্ন পরবর্তী এক চিকিৎসক প্রজন্ম।’

অন্যদিকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পদোন্নতির কমিটির সুপারিশের ভিত্তিতে অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের নেফ্রোলজি বিভাগের প্রধান ডা. মো. নুরুল হুদা এবং গ্যাস্ট্রোএন্টেরোলজি বিভাগের প্রধান ডা. এরশাদ উদ্দিন আহমদ।

আইএমই/কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!