ডা. মিনহাজের মা চলে গেলেন করোনায়, কবর সাতকানিয়ায়

0

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. আ ম ম মিনহাজুর রহমানের মা রোকেয়া বেগম।

বুধবার (১৮ আগস্ট) দিবাগত রাত তিনটা ২৭ মিনিটে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আইসিইউতে মারা যান ৭২ বছর বয়সী রোকেয়া বেগম। মৃত্যুকালে তিনি এক ছেলে ও চার মেয়ে রেখে গেছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় রোকেয়া বেগমের প্রথম জানাজা চট্টগ্রাম নগরীর মেহেদীবাগের বাসভবন ‘সিপিডিএল ক্রিমসন ক্লোভারে’ অনুষ্ঠিত হয়। শেষ জানাজা সাতকানিয়ায় নিজ পারিবারিক কবরস্থানের পাশের মাঠে বাদ আসর অনুষ্ঠিত হয়।

s alam president – mobile

স্বাচিপ নেতার মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

ডা. মিনহাজ বলেন, ‘আমার মা আর নেই ,যাবতীয় জাগতিক হিসাব নিকাশ চুকিয়ে চলে গেছেন। আমি সকলের কাছে মা’র জন্য দোয়া প্রার্থনা করছি।’

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!