চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের সমাজসেবক ডা. আলী আহমদ (৭২) মারা গেছেন। রোববার (১৬ জুন) সকালে তিনি মৃত্যুবরণ করেন।
একইদিন বিকেল চারটায় আনোয়ারার রায়পুর উচ্চ বিদ্যালয় ও এশার নামাজের পর নগরের চান্দগাঁও আবাসিক মসজিদে জানাজা শেষে তাকে দাফন করা হয়।
তিনি এস.আলম গ্রুপের চেয়ারম্যান ও শিল্পপতি সাইফুল আলম মাসুদের ভগ্নিপতি। তিনি স্ত্রী, দুই পুত্র ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এসএস