ডায়মন্ড সিমেন্টের বার্ষিক বিপণন সম্মেলন অনুষ্ঠিত
ডায়মন্ড সিমেন্টের বার্ষিক বিপণন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম নগরীর খুলশীর একটি রেস্টুরেন্টে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক লায়ন হাকিম আলী।
ডায়মন্ড সিমেন্টের জিএম (প্ল্যান্ট) গোলাম মোস্তফা অনুষ্ঠানে সভাপতিত্বে এবং হেড অব সেলস (চট্টগ্রাম) আব্দুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জিএম (অ্যাকাউন্টস) এবিএম কালাম উদ্দীন, ডিজিএম (উৎপাদন) ইঞ্জিনিয়ার সাজ্জাদুল আনিস চৌধুরী শাহীন, ডিজিএম (রক্ষণাবেক্ষণ) আব্দুল মান্নান, এজিএম (মান নিয়ন্ত্রণ) জসিম উদ্দিন।
লায়ন হাকিম আলী বলেন, ‘ডায়মন্ড সিমেন্ট সবসময় উৎপাদনে গুণগত মান ধরে রেখেছে। তাই দিনে দিনে ভোক্তাদের আস্থা বাড়ছে। মানের প্রশ্নে ডায়মন্ড সিমেন্ট কোনো ছাড় দেয় না।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এজিএম (সেলস) কামরুজ্জামান, এজিএম (কর্পোরেট) দীপ্তিমান দাশ, সিনিয়র ম্যানেজার (সেলস) এম এ মোতালেব, সিনিয়র ম্যানেজার (সেলস) ফজলুল কাদের, সিনিয়র ম্যানেজার (একাউন্টস) ইফতেখার আহমেদ, সিনিয়র ম্যানেজার (ব্র্যান্ড এন্ড কমিউনিক্যাশন) মো: আমান উল্লাহ চৌধুরী ও ডেপুটি ম্যানেজার (সেলস) মোশারফ হোসেনসহ ডায়মন্ড সিমেন্টের উর্ধতন কর্মকর্তারা।
শেষে ২০২৩ এর বর্ষসেরা বিক্রয় ও বিপণন পারফরমারদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।