ডায়মন্ড ও স্বর্ণ চোরাকারবারি নিয়ে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকার সম্পাদককে প্রাণনাশের হুমকি দিয়েছে ডায়মন্ড ওয়ার্ল্ড মিডিয়ার পিআরও।
বুধবার (২১ আগস্ট) বিকাল ৫টার সময় দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকার সম্পাদক মোহাম্মদ মাসুদের সঙ্গে জাতীয় প্রেস ক্লাবে দেখা করেন ডায়মন্ড ওয়ার্ল্ডের পিআরও শাহাদাৎ মুন্না। এ সময় তিনি পত্রিকার সম্পাদক মোহাম্মদ মাসুদসহ প্রতিনিধিদের প্রাণনাশের হুমকি দেন। এ সময় তিনি দিলীপ কুমার আগরওয়ালাকে নিয়ে সংবাদ প্রকাশ থেকে বিরত না থাকলে জেলে পাঠিয়ে সারাজীবন ঘানি টানাবারও হুমকি দেন।
জানা গেছে, সাম্প্রতিক ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালার বিরুদ্ধে ডায়মন্ড, স্বর্ণ ও মাদক চোরাকারবারি নিয়ে তথ্য প্রমাণের ভিত্তিতে সিরিজ আকারে সংবাদ প্রকাশ করতে থাকে দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকা। শাহাদাৎ মুন্না তার ব্যবহৃত মোবাইল ফোন নম্বর (০১৯১১৮২৬২৬) থেকে দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকার সম্পাদক মোহাম্মদ মাসুদ কল দেন। এ সময় তিনি মাসুদের বিরুদ্ধে বিভিন্ন নিউজ প্রকাশ করবে বলে হুমকি দেন।
প্রেস ক্লাবে ঢুকে এভাবে একজন সম্পাদককে হুমকি দেওয়া ঘটনায় ক্লাবের সদস্যদের মধ্যে আগারওয়ালাকে নিয়ে আলোচনা-সমালোচনা করতে দেখা দেয়।