ডাম্পার ট্রাকের চাপায় প্রাণ গেল ভটভটি চালকের, আহত আরও ৩

চট্টগ্রামের বাঁশখালীর প্রধান সড়কে ডাম্পার ট্রাকের চাপায় এক ভটভটি চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩ পথচারী। উপজেলা সদরস্থ দারোগা বাজার এলাকায় শুক্রবার (৬ আগস্ট) সকাল ১০টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ভটভটি চালক বাঁশখালীর শীলকূপ ইউনিয়নের জালিয়াখালী গ্রামের হাকিম আলীর পুত্র মো. জাফর আলম (৪০)। অন্য আহত ৩ জনের নাম জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনা কবলিত ভটভটি চালককে গুরুতর আহত অবস্থায় প্রথমে বাঁশখালী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ওখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ২টায় তিনি মারা যান।

দুর্ঘটনার পর লাইসেন্সবিহীন ডাম্পার ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যায়। বাঁশখালী থানার এস আই প্রদীপ চক্রবর্তী বলেন, ভটভটিকে চাপা দেয়ার সাথে সাথে ডাম্পার ট্রাক চালক গাড়ি নিয়ে পালিয়ে গেছে। ঘটনাস্থল থেকে একটি ভটভটি জব্দ করা হয়েছে। নিহতের লাশ পোস্টমর্টেমের পর স্বজনদের হাতে তুলে দেয়া হবে।

কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm