চট্টগ্রামের লোহাগাড়ায় ডাকাতি মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২২ জুন) দিবাগত রাতে তাকে নিজ ঘর থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতের নাম মাওলানা আবদুল হামিদ প্রকাশ ইয়াছিন হুজুর (৪৮)। তিনি উপজেলার পশ্চিম কলাউজানের মাওলানা ফতেহ আলী পাড়ার মৃত মাস্টার ফউজুল কবিরের পুত্র।
বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার এএসআই আবদুল হালিম। তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পশ্চিম কলাউজান থেকে আবদুল হামিদ নামের ডাকাতি মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করি।’ রোববার (২৩ জুন) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি ২০০২ সালের এক ডাকাতি মামলার (জিআর ১৬৮/০২) গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।
এএইচ