চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার রিয়াজউদ্দিন বাজার এলাকা থেকে ডাকাতির প্রস্তুতির সময় ৯ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী পুলিশ।
সোমবার (১৮ জুলাই) রাত ১২টার দিকে রিয়াজউদ্দিন বাজার এলাকার ফুট ওভারব্রিজের নিচ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল- জানে আলম সোহাগ (৪২), রতন দত্ত (৪২), মোহাম্মদ রনি (৩২), মো. ইকবাল হোসেন (৩৫), মো. দেলোয়ার হোসেন (২৮), মো. সোহেল (২৩), মো.বাদশা (২৫), কাওছার (২০) ও মিনহাজ উদ্দিন নয়ন (২০)।
এ বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির।
তিনি জানান, রিয়াজউদ্দিন বাজার ফুট ওভারব্রিজের নিচে তারা জড়ো হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত পৌনে ১২টার দিকে অভিযান চালানো হয়। এ সময় হাতুড়িসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত সোহাগের বিরুদ্ধে সাতটি ডাকাতি ও অস্ত্র আইনে মামলা রয়েছে। এছাড়া রতন দত্তের বিরুদ্ধে একটি, দেলোয়ার হোসেনের বিরুদ্ধে দুটি, সোহেলের বিরুদ্ধে তিনটি, কাওছারের বিরুদ্ধে চারটি ও মিনহাজ নয়নের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে।
আরএ/এমএফও