চট্টগ্রামের ডবলমুরিংয়ে টাকা ১৯ লাখ টাকা ও ২৩ ভরি স্বর্ণ চুরির ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে চুরির সাড়ে ১৩ ভরি স্বর্ণালঙ্কার ও দুই লাখ টাকা উদ্ধার করা হয়।
বুধবার (১২ জুন) রাতে ঢাকা এবং কুমিল্লায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার বন্দর ও পশ্চিম গোয়েন্দা পুলিশ বিষয়টি নিশ্চিত করে।
গ্রেপ্তার দু’জন হলেন—নূর নবী সাকিব (২৩) ও মো. আশিকুর রহমান (২৫)।
জানা গেছে, চুরির শিকার জসিম উদ্দীন, তার স্ত্রী ও ছোট ছেলেকে নিয়ে ঢাকায় ছিলেন। এ সুযোগে বাসা খালি দেখে গত ১৩ মে রাতে মৌলভীপাড়ায় পীর বাড়ির গ্রিল কেটে ২৩ ভরি স্বর্ণালঙ্কার ও ১৮ লাখ ৮০ হাজার টাকা চুরি করে দুর্বৃত্তরা। স্ত্রীসহ হজের যাওয়ার জন্য টাকাগুলো রেখেছিলেন জসিম।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর সেটি ডিবির কাছে হস্তান্তর করা হয়।
গোয়েন্দ পুলিশের উপ-পুলিশ কমিশনার (বন্দর ও পশ্চিম) মো. আলী হোসেন বলেন, এ চুরির ঘটনায় জড়িত আসামিরা পেশাদার চোর। এর আগেও তারা চুরির অপরাধে অনেকবার গ্রেপ্তার হয়। বাসা খালি দেখে তারা চুরির পরিকল্পনা করে। ঢাকা, কুমিল্লা এবং নোয়াখালীসহ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
তাদের কাছ থেকে চুরির সাড়ে ১৩ ভরি স্বর্ণালংকার ও দুই লাখ টাকা উদ্ধার করা হয় বলে জানান মো. আলী হোসেন।
আরএ/ডিজে