ট্রেন দেখতে গিয়ে কাটা পড়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু চকরিয়ায়

কক্সবাজারের চকরিয়ায় বাড়ির পাশে ট্রেন দেখতে গিয়ে কাটা পড়ে জান্নাতুল ফেরদৌসি নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (২৭ মার্চ) সকাল ৭টার দিকে দোহাজারী-কক্সবাজার রেল সড়কের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের নলবনিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জান্নাতুল ফেরদৌসি (১৬) চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের দক্ষিণ মেধাকচ্ছপিয়া ৩ নম্বর ওয়ার্ড দূর্বারমাট এলাকার মো. শহীদুল্লাহর মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিহতের স্বজন ও স্থানীয় খুটাখালী ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) আবদুল আওয়াল জানান, ভোরে সেহেরী খেয়ে মায়ের সঙ্গে নামাজ পড়ে ফেরদৌসি। পরে মা ঘুমিয়ে পড়লে সে ঘর থেকে বের হয়ে রেল দেখতে খুটাখালী নলবনিয়া এলাকায় যায়। এসময় ঢাকা থেকে কক্সবাজারগামী যাত্রীবাহী ট্রেন কক্সবাজার এক্সপ্রেসের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তার।

পরে খবর পেয়ে কক্সবাজার রেলওয়ে থানা (জিআরপি) এসআই জাফর আলম ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠান।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm