ট্রেন চলাচল শুরু করতে রেলওয়েতে তোড়জোড়

রাজনৈতিক অস্থিরতার কারণে ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল রেলপথ মন্ত্রণালয়। যাত্রী ও রেলওয়ের সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে এমন সিদ্ধান্ত নেয় রেল।

তবে প্রাথমিকভাবে একটি কমিউটার ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিলেও আবার তা রাজনৈতিক অস্থিরতার কারণে আবারও বন্ধ করে দেওয়া হয়।

গত ২০ জুলাই (শনিবার) রেলওয়ে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ রাখার এ সিদ্ধান্ত নেয়।

১ আগষ্ট রেল ভবনে এক বৈঠকে তেলবাহী কনটেইনার ও একটি কমিউটার ট্রেন চট্টগ্রাম-দোহাজারী রুটে চালানো হলেও ফের তা বন্ধ রাখা হয়।

জানা গেছে, তত্বাবধায়ক সরকার শপথ নেওয়ার পর পুনরায় ট্রেন চালানোর চিন্তা ভাবনা করছে রেলপথ মন্ত্রণালয়ের ও রেল ভবন দায়িত্বরত কর্মকর্তারা। এ নিয়ে রেল ভবনে বৈঠক হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সারাদেশে ট্রেন চলাচল শুরু করতে তোড়জোড় শুরু করেছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ বিষয়ে চট্টগ্রাম রেলওয়ে (পূর্ব) কর্মব্যবস্থাপক সাইফুল 

ইসলাম বলেন, দেশের সার্বিক পরিস্থিতি কারণে রেল যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। তবে মন্ত্রণালয়ের কর্মকর্তারা বৈঠক করছেন। আশাকরি খুব দ্রুত ট্রেন চলাচল শুরু হবে।

জেএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm