চট্টগ্রাম রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা চলন্ত ট্রেন থেকে উদ্ধার করেছে মাদক। এ সময় ৫ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে।
শুক্রবার (১৩ অক্টোবর) চট্টগ্রাম নিরাপত্তা বাহিনীর সদস্যরা নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেন থেকে এসব মাদক উদ্ধার করে।
আটককৃত ব্যক্তির নাম আরিফ হোসেন। তার বাড়ি শাসনগাছা ৩ নম্বর ওয়ার্ডের কোতয়ালী থানার নান্নু মিয়ার ছেলে।
সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম নিরাপত্তা বাহিনীর (সিআই) রেজয়ানুর রহমান বলেন, ‘আসামি ও উদ্ধারকৃত মাদকসহ লাকসাম চৌকিতে সোপর্দ করা হয়েছে।’
জানা যায়, চট্টগ্রামমুখী নাসিরাবাদ ট্রেনে দায়িত্বপালনকালে শর্শীদল নামক স্থানে ১৮২১ নম্বর কোচে ডানোর প্যাকেটে গাঁজাগুলো মোড়ানো ছিল।
জেএস/এমএফও