চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে আনুমানিক ২২ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। তবে রেলওয়ে পুলিশ দুপুর ২টা পর্যন্ত নিহতের পরিচয় জানতে পারেনি।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে চিনকি আস্তানা রেলওয়ে স্টেশন এলাকার ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ডাউন লাইনে এই দুর্ঘটনা ঘটে।
চিনকি আস্তানা রেলওয়ের স্টেশনমাস্টার সিরাজুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার সকালে রেললাইনের ডাউন লেনে ট্রেনে কাটা পড়ে আনুমানিক ২২ বছর বয়সী এক যুবকের মৃত্যুর বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। তবে সে কোন ট্রেনের নিচে কাটা পড়েছে তা জানা যায়নি।’
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খোরশেদ আলম বলেন, ‘খবর পেয়ে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এখনও পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। ডিএনএ টেস্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হবে।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত যুবক ট্রেন থেকে নিচে পড়ে গিয়ে আরেক ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়েছে। তার মাথা থেতলে মগজ বের হয়ে গেছে।’
ডিজে