বাংলাদেশ রেলওয়েতে নতুন বিজয় এক্সপ্রেস ট্রেনে অনবোর্ড সার্ভিস বাতিলসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে রেল শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটি।
এসব দাবির মধ্যে আরও আছে নিয়োগ বিধি ২০২০ সংশোধন, পদোন্নতি, শুন্যপদ পূরণ, রেলের বাসা সংস্কার, সুপেয় পানি সরবরাহ।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সেন্ট্রাল রেল ভবন (সিআরবি) চট্টগ্রামে চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় শ্রমিক লীগ সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।
রেল শ্রমিক লীগ নেতা নাসির উদ্দিনের সভাপতিত্বে ও হাবিবের সঞ্চালনায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন রেল শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটি, সংগ্রাম পরিষদ সমন্বয়কারী মুখলেসুর রহমান, শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি আব্দুস সবুর, শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম, অতিরিক্ত সম্পাদক ইমাম হোসেন উজ্জ্বল, ঘাতক দালাল নিমূল কমিটির চট্টগ্রাম মহানগরীর যুগ্ম আহ্বায়ক ভাস্কর চৌধুরী, বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ জাকারিয়া পিন্টু, সহ সংগঠনিক সম্পাদক শেখ জামাল আহমেদ, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর, আব্দুল করিম,মহিউদ্দিন মুকুল।
সমাবেশ ও বিক্ষোভ মিছিল শেষে দাবি সম্বলিত একটি স্মারকলিপি পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপককে দেওয়া হয়।