ট্রেনের শতভাগ টিকিট বিক্রি বুধবার থেকে

করোনা পরিস্থিতির কারণে প্রায় দু’মাস বন্ধ থাকার পর প্রথম দফায় গত ৩১ মে থেকে আট জোড়া আন্তঃনগর ট্রেন চালু করে। পরবর্তীতে কয়েক দফায় আরও বেশকিছু ট্রেন চলাচল শুরু হয়। তখন সামাজিক দূরত্ব বজায় রেখে মোট আসনের ৫০ ভাগ টিকিট বিক্রি হতো, তাও অনলাইনে। অবশেষে বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে ট্রেনের শতভাগ টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

সকল স্বাস্থ্যবিধি মেনে এর মধ্যে ৫০ শতাংশ অনলাইন ও ৫০ শতাংশ টিকিট কাউন্টারে বিক্রি হবে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রেল মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরিফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়া করোনাকালীন সামাজিক দূরত্ব বজায় রেখে বর্তমানে প্রতিটি ট্রেনে মোট আসন সংখ্যার ৫০ শতাংশ টিকিট বিক্রি হচ্ছিল, যা আগে সবগুলোই অনলাইনে বিক্রি হতো। পরবর্তীতে গত ১২ সেপ্টেম্বর থেকে ৫০ শতাংশ টিকিটের অর্ধেক, অর্থাৎ মোট আসনের ২৫ শতাংশ কাউন্টারের মাধ্যমে বিক্রি করা শুরু হয়েছে। বাকি অর্ধেক, অর্থাৎ ২৫ শতাংশ মোবাইল অ্যাপ, অনলাইনে ইস্যু করা হচ্ছিল।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!