ট্রেনিং সেন্টারে তিন পুলিশ গুলিবিদ্ধ বেতবুনিয়ায়

রাঙামাটি জেলার বেতবুনিয়ায় অবস্থিত পুলিশ ট্রেনিং সেন্টারে গুলিবিদ্ধ হয়ে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

গুলিবিদ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে ট্রেনিং সেন্টারে ট্রেনিংরত অবস্থায় দুর্ঘটনাবশত গুলিবিদ্ধ হন এ তিন পুলিশ সদস্য।

আহতরা হলেন, আকবরশাহ থানার মিনু আরা, বাকলিয়া থানার অভি বড়ুয়া, ও সুমন কান্তি দে। আহতরা প্রত্যকেই পুলিশের কনস্টেবল পদে চাকরিরত।

ঘটনার বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) ছাদেকুর রহমান বলেন, ‘বেতকুনিয়া ট্রেনিং সেন্টারে গুলিবিদ্ধ হয়ে তিন পুলিশ সদস্য আহত হন। তারা চমেকের ২৪ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।’

গুলিবিদ্ধ হওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের কাছে সঠিক তথ্য না থাকলেও ধারণা করা হচ্ছে ট্রেনিংরত অবস্থায় দুর্ঘটনাবশত এ ঘটনা ঘটেছে।’

বিএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm