ট্রু কলারের পেইড ব্যবহারকারী ছাড়িয়েছে ১০ লাখ

অচেনা নম্বর থেকে ফোন আসলে সেই নম্বরটির নাম জানানোর জন্য খুবই জনপ্রিয় অ্যাপ ট্রু কলার। অ্যাপটি বিশ্বব্যাপী খুবই জনপ্রিয়। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পেইড সিস্টেমে অ্যাপটির ব্যবহারকারী ১০ লাখ ছাড়িয়েছে। এছাড়াও অ্যাপটির নতুন একটি ফিচারও যুক্ত করেছে তারা।

ট্রু কলারের সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী অ্যালেন মামেডি বলেন, প্রতিদিনই আমাদের সঙ্গে নতুন নতুন ব্যবহারকারী যুক্ত হচ্ছেন। আমরা নতুন করে অ্যাপটির প্রিমিয়াম সংস্করণ গ্রাহকদের কাছে দিতে পেরেছি। এতে আমরা পেইড সিস্টেমে আরও বেশি ব্যবহারকারীদের আকর্ষণ করতে পারবো।

বিশ্বব্যাপী যে নতুন সংস্করণটি ছাড়া হয়েছে ট্রু কলারের তাতে আরও বেশি স্পাম ব্লকিং ফিচার পাবেন গ্রাহকরা। তা বেশি কার্যকর বলেও জানান তিনি।

সম্প্রতি চালু হওয়া ট্রু কলার প্রিমিয়াম গোল্ডে নতুন কিছু পরিষেবা যুক্ত করার পরিকল্পনার কতাও জানান তিনি। যার ফিচারগুলো সবসময় আপগ্রেড হবে।

প্লে স্টোর থেকে ৫০ কোটির বেশি ডাউনলোড হওয়া অ্যাপটির মাসিক সক্রিয় ব্যবহারকারী ২৫ কোটির বেশি।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!