ট্রাক-সিএনজির সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ ৫ জনের মৃত্যু

কক্সবাজারের পেকুয়ায় ড্রাম ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ৭টার দিকে এবিসি আঞ্চলিক মহাসড়কের হাজি বাজার এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—কুমিল্লা জেলার লাকসামের মো. ফিরোজ আহমদ (৪৪), তার স্ত্রী শাহিন আকতার (২৯) এবং তাদের শিশু ছেলে জাহেদুল ইসলাম (৬ মাস), পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের ধনিয়াকাটার আব্দুল্লাহ পাড়ার ছৈয়দ আলমের ছেলে অটোরিকশা চালক মনিরুল মান্নান (২২) ও মগনামা সোনালী বাজার এলাকার বজল আহমদের ছেলে আব্দুর রহমান (৩৫)।

আহতদের একজন নারায়ণগঞ্জের সোনারঘাট এরাকার নুরুল ইসলাম আল আমিন (৩৭)। তবে অপরজনের পরিচয় পাওয়া যায়নি।

আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পেকুয়া থেকে যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশা চট্টগ্রামের দিকে যাচ্ছিল। পথে সকাল ৭টার দিকে এবিসি সড়কের টৈটং ইউনিয়নের হাজিবাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়েমুচড়ে যায় সিএনজি অটোরিকশা। ঘটনাস্থলে মারা যায় একই পরিবারের তিনজনসহ পাঁচজন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. সিরাজুল মোস্তফা বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের লোকজনের কাছে লাশ হস্তান্তরের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm