ট্রাক ও স্কেভেটর ফেলে পালালো বালু উত্তোলনকারীরা

ভ্রাম্যমান আদালত

আনোয়ারায় অবৈধভাবে বালি ও মাটি উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি খননযন্ত্র ও দুটি ট্রাক জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। চট্টগ্রামের আনোয়ারার সরেঙ্গা ও জুইঁদন্ডী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে শনিবার (১৮ জানুয়ারি) বিকালে এ ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনে যুক্ত ব্যক্তিরা খননযন্ত্র ফেলে পালিয়ে যান।

জানা গেছে, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি ও বালি উত্তোলন করে বিক্রি করে আসছে এমন তথ্যের ভিত্তিতে বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জোবায়ের আহমেদ।

ট্রাক ও স্কেভেটর ফেলে পালালো বালু উত্তোলনকারীরা 1

তিনি বলেন, ‘অবৈধভাবে বালি উত্তোলন করে পরিবহন করার সময় জুইদন্ডীর চৌমুহনী এলাকা থেকে দুটি ট্রাক আটক করা হয়। যারা জনদুর্ভোগ সৃষ্টি করবে ও অবৈধ ব্যবসায় জাড়িত থাকবে তাদের ছাড় দেওয়া হবে না।’

এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!