চট্টগ্রামের বোয়ালখালীতে ট্রাকের সঙ্গে সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরেক আরোহী আহত হন।
নিহত ব্যক্তির নাম দিগন্ত বড়ুয়া (৩২)। তিনি রাউজান উপজেলার হোয়াড়া পাড়ার তাপস বড়ুয়ার ছেলে। তিনি গ্যারেজে মিস্ত্রির কাজ করেন।
রোববার (১৪ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার আরকান সড়কের শাকপুরা স্বাস্থ্য কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় মোটরসাইকেলের আরেক আরোহী রাতুল বড়ুয়া (৩২) আহত হন। তিনি রাউজান উপজেলার আবুখীল গ্রামের বিকাশ বড়ুয়ার ছেলে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিপ্লব চৌধুরী বলেন, দুর্ঘটনায় দুজনকে জরুরি বিভাগে আনলে দিগন্ত বড়ুয়াকে মৃত ঘোষণা করা হয়। আহত রাতুল বড়ুয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত লোকজন জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো চিকিৎসা নেই। দুর্ঘটনায় আহত রাতুলকে আনা হলে পায়ে একটি কাপড় পেঁচিয়ে দিয়ে নগরে নিয়ে যেতে বলেছেন কর্তব্যরত চিকিৎসক। এসময় জরুরি বিভাগের দরজা বন্ধ করে দেওয়া হয়। এতে জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের হাসপাতালের বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছহাব উদ্দিন বলেন, ট্রাকটি মুরগির খাদ্য নিয়ে পটিয়ার হাইদগাঁও যাচ্ছিল। আর মোটরসাইকেল নিয়ে দুই আরোহী কালুরঘাটের দিকে আসার পথে আরাকান সড়কের শাকপুরায় এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
ডিজে