ট্রাকের পেছনে ধাক্কা, পিকআপ চালক নিহত মিরসরাইয়ে

চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় ঘটনাস্থলে পিকআপ চালক নিহত হয়েছেন।

সোমবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ৭টায় উপজেলার বারইয়ারহাট-রামগড় সড়কের করেরহাট ইউনিয়নের ফরেস অফিস গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম জিয়া উল হক। তিনি করেরহাট ইউনিয়নের গেড়ামারা এলাকার মৃত অলি আহম্মদের ছেলে।

s alam president – mobile

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকায় তিনটি ট্রাক দাঁড়িয়ে ছিল। তখন পেছন থেকে একটি পিকআপ এসে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দেয়। এতে পিকআপ গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলে চালক মারা যা। তবে দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক এবং হেলপার ছিল না। এছাড়া যে ট্রাকটিকে ধাক্কা দেওয়া সেটি গিয়ে সামনে ট্রাকে ধাক্কা খায়।

বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন। তিনি বলেন, ‘দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মেডিকেলে পাঠানো হয়েছে।’

ডিজে

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!