s alam cement
আক্রান্ত
৩৫১০৮
সুস্থ
৩২২৫০
মৃত্যু
৩৭১

বায়েজিদে ট্রাক এসে পিষে দিল বাইক আরোহীকে

0

চট্টগ্রামের বায়েজিদে ট্রাকের ধাক্কায় ফাহিম ভূঁইয়া নামের এক বাইক আরোহী নিহত হয়েছেন। একই ঘটনায় নিহত ফাহিমের সঙ্গে থাকা তার বড় ভাই ফয়সাল ভূঁইয়াও আহত হয়েছেন।

শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা সাতটায় বায়েজিদ থানার ডিওএইচএস গেটের বিপরীতে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, পটিয়া থেকে বাইকে করে বায়েজিদের শেরশাহ কলোনির বাসায় আসার পথে ডিওএইচএস গেট এলাকায় পৌঁছলে পেছন থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে দুজনই আহত হন। আহত অবস্থায় স্থানীয়রা ফয়সাল ও ফাহিমকে উদ্ধার করে হাসপাতালে আনার পথে মারা যান ফাহিম।

বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, আমাদের থানায় কর্মরত এএসআই আবুল বাশার ভূঁইয়ার ছোট ছেলে ফাহিম সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। তার আরেক ছেলে ফয়সাল আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পর চালক ট্রাকটি ফেলে পালিয়ে যান। আমরা ট্রাকটি জব্দ করেছি এবং চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Din Mohammed Convention Hall

দুর্ঘটনায় শিকার দুই সহোদর পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম ভূঁইয়ার বড় ভাইয়ের ছেলে। আকষ্মিক এই দুর্ঘটনায় তাদের পরিবার, আত্মীয়স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

এফএম/এএইচ

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm