ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত চন্দনাইশে

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় তেলবাহী ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এই ঘটনায় আহত অপরজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জাবেদ চন্দনাইশ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আবু তালেব মুন্সী বাড়ির ফোরক আহমদের ছেলে।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দক্ষিণ হাসিমপুর বড়পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, বিপরীত দিক থেকে আসা তেলবাহী ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক জয়নাল আবেদীন ওরফে জাবেদ (৪৫)মারা যান। তার সঙ্গে থাকা শহিদুল ইসলাম গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

চন্দনাইশ থানা পুলিশ লাশ উদ্বার করেছে এবং ঘাতক ট্রাকটিও আটক করা হয়েছে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm