s alam cement
আক্রান্ত
৭৫৩৬৩
সুস্থ
৫৩৮৯৮
মৃত্যু
৮৮৫

ট্রাকের চাপায় প্রাণ গেল গৃহবধূর

0

কক্সবাজারের পেকুয়ায় ট্রাকের চাপায় আমেনা বেগম নামের ৪৬ বছর বয়সী এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ ডিসেম্বর) সকাল নয়টায় উপজেলার উজানটিয়া ইউনিয়নের ঘোষালপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আমেনা বেগম একই এলাকার নুরুল ইসলামের স্ত্রী।

স্থানীয় ইউপি সদস্য ছিদ্দিক আহমদ বলেন, কবির আহমদ মার্কেট স্টেশন-ষোষালপাড়া সড়কে আমেনা বেগমকে চাপা দেয় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত আমেনা বেগমের স্বামী নুরুল ইসলাম জানান, সকালে আমার স্ত্রী কবির আহমদ মার্কেট স্টেশনে ডাক্তার দেখাতে গিয়েছিল। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এএইচ

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm