ট্রাকচাপায় বাবা-ছেলের প্রাণ গেল কক্সবাজারে

0

মালবাহী ট্রাকচাপায় কক্সবাজারের রামুতে বাবা-ছেলে নিহত হয়েছেন। শনিবার (৩০ অক্টোবর) সকালে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামুর রশিদ নগরের পানিরছড়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রামুর রশিদনগর ইউনিয়নের কাদমর পাড়ার ইউনুস সওদাগর ও তার ছেলে মো. রুবেল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইউনুস সওদাগরের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে মারা যায় ছেলে রুবেল।

s alam president – mobile

ইউনুস সওদাগরের ভাতিজা রফিকুল ইসলাম বলেন, ট্রাকচাপায় চাচা ও চাচাতো ভাই রুবেল মারা গেছে। তাদের মরদেহ সদর হাসপাতালে রাখা হয়েছে। আমি সেখানে আছি।

বিষয়টি নিশ্চিত করে রামু থানার উপ-পরিদর্শক (এসআই) মনজুরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ট্রাকচাপায় একজন ঘটনাস্থলে ও সদর হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!