ট্রাকচাপায় গার্মেন্টস কর্মী নিহত পাহাড়তলীতে

চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে ট্রাকচাপায় ব্যাটারিচালিত রিকশা আরোহী গার্মেন্টস কর্মী নিহত মৃত্যু হয়েছে। নিহত যাত্রীর নাম মোছাম্মৎ ঝুমুর।

বুধবার (২ অক্টোবর) সকালে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ঝুমুর ভোলা জেলার মনপুরা এলাকার নাসির রারির মেয়ে। তিনি গার্মেন্টসে চাকরির কারণে পাহাড়তলী থানাধীন ফইল্ল্যাতলী এলাকায় থাকতেন।

বিষয়টি নিশ্চিত করে পাহাড়তলী থানার উপপরিদর্শক (এসআই) সুবীর বিক্রম জানান, সকালে ঝুমুর নামে এক নারী ব্যাটারিচালিত রিকশা করে কর্মস্থলে যাচ্ছিলেন। যাওয়ার পথে বিটেক মোড়ে একটি ট্রাক রিকশাটিকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।

আইএমই/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm