ট্রলারে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও ১ জেলের মৃত্যু

কক্সবাজারে মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও এক জেলের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত এই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ জন।

মৃত জেলের নাম রফিকুল ইসলাম। তিনি কক্সবাজার সদরের বাসিন্দা ছিলেন।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রফিকুলের মৃত্যু হয়। দুপুরে স্বজনদের কাছে তার লাশ বুঝিয়ে দেওয়া হয় স্বজনদের।

জানা গেছে, রফিকুল ইসলামকে চট্টগ্রাম মেডিকেলে আনলে আইসিইউতে স্থানান্তর করা হয়। তার শরীরের ৪৫ শতাংশ পুড়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেলের বার্ন ওয়ার্ডের বিভাগীয় প্রধান ডা. রফিক উদ্দিন আহমেদ।

এর আগে গত শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার বিমানবন্দর সড়কের বাঁকখালী নদীর নুনিয়ারছড়া ঘাটে নোঙর করা একটি মাছ ধরার ট্রলারে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ হন ১২ জেলে। ছয় নম্বর ঘাটে নোঙর করা এফবি লাকি নামের ওই ট্রলারটিতে ১৮ জন জেলে ছিলেন।

Yakub Group

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!