ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ কক্সবাজারের আরও একজনের মৃত্যু

কক্সবাজারে মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ওসমান গণি (২০) নামে আরও এক জেলের মৃত্যু হয়েছে।

রোববার (৩ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিটের বিভাগীয় প্রধান ডা. রফিক উদ্দিন বলেন, কক্সবাজার থেকে আসা চিকিৎসাধীন অগ্নিদগ্ধ ১০ জনের মধ্য ওসমান গণি নামের এক যুবক মারা গেছেন। তার দেহের ৬০ শতাংশ পুড়ে গিয়েছিল। আগুনে তার শ্বাসনালীও পুড়ে যায়।

তিনি আরও জানান, বাকি ৯ জনের মধ্যে ২ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের অবস্থাও তেমন ভাল না। সকলের ৬০-৯০ ভাগ পুড়ে গেছে। পাশাপাশি সবারই শ্বাসনালী পুড়ে গেছে।

প্রসঙ্গত, শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার বিমানবন্দর সড়কের বাঁকখালী নদীর নুনিয়ারছড়া ঘাটে নোঙর করা একটি মাছ ধরার ট্রলারে বিস্ফোরণের ঘটনায় ১২ জেলে দ্বগ্ধ হয়। তাদের ১০ জনকে চট্টগ্রাম মেডিকলে ভর্তি করা হয়।

আইএমই/এমএফও

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!