খেলা প্রতিদিন :
দেশের হয়ে ক্রিকেটের ৩ ফর্মেটেই সর্বোচ্চ উইকেটের শিকারি সাকিব এবার টেস্টে নতুন মাইলফলক স্পর্শ করলেন।

ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে জো রুটকে আউট করে টেস্ট ক্রিকেটে ১৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন সাকিব।
ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে নিজের নামের পাশে ১৪৭ উইকেট নিয়ে মাঠে নামেন সাকিব। প্রথম ইনিংসে পেয়েছিলেন ২ উইকেট।
আর দ্বিতীয় ইনিংসে জো রুটকে আউট করে ১৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন বাঁ হাতি এই স্পিনার। এরপর ফিরিয়েছেন বেন ডাকেটকেও।
বাংলাদেশের বোলারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ১০০ উইকেট পেয়েছেন মোহাম্মদ রফিক। ৭৮ উইকেট নিয়ে তিনে আছেন মাশরাফি বিন মুর্তজা।
এ এস / জি এম এম / আর এস পি :::