টেস্ট অধিনায়ক মুমিনুল হক স্ত্রীসহ করোনা আক্রান্ত

মাত্র দুদিন আগে করোনার জীবাণু পাওয়া গিয়েছিল দেশের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মাহুমদউল্লাহর শরীরে। এবার স্ত্রীসহ করোনাভাইরাসের শিকার হলেন বাংলাদেশের টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক সাগরপাড়ের সন্তান মুমিনুল হক।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ‌’উপসর্গ দেখা দেয়ায় সোমবার (৯ নভেম্বর) করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়ে ছিলেন মুমিনুল। মঙ্গলবার (১০ নভেম্বর) সেই পরীক্ষার ফলে পজিটিভ এসেছে।’

এর আগে করোনার কবলে পড়েছিলেন মাশরাফি বিন মর্তুজা, নাজমুল ইসলাম অপু, সাইফ হাসানরা আক্রান্ত হয়েছেন আগেই। সুস্থও হয়েছেন।

মুমিনুল করোনা পজিটিভ হওয়ায় আপাতত আইসোলেশনে আছেন। আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ টুর্নামেন্টে তাই তার খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আগামী ২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে লিগটি।

এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm