চট্টগ্রামে অস্ত্রসহ দুলাল (২৪) ও রবি (২৩) নামে দুই ছিনতাইকারীকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (২৩) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) উপ-কমিশনার মিজানুর রহমান।
আটক দুলাল ও রবি দুজনই কুমিল্লার অধিবাসী। দুলাল কুমিল্লার দেবিদ্বার থানার টেটনা গোপালনগরের আবু তাহেরের ছেলে এবং রবি কুমিল্লার মুরাদনগরের নয়াকান্দি গ্রামের আব্দুল হাকিম বাবুর্চির ছেলে।এরমধ্যে দুলাল চট্টগ্রামের বাকলিয়ার জামাই বাজারের আবুল কলোনিতে ভাড়া থাকেন এবং রবি চট্টগ্রামের বাকলিয়ার তুলাতলিতে ভাড়া থাকেন।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) উপ-কমিশনার মিজানুর রহমান জানান, বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানাধীন টেরী বাজার রাস্তার প্রবেশ মুখের দক্ষিণ দিকে বৈদ্যুতিক জোড়া খুঁটির পাশ থেকে অস্ত্রসহ তাদের আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলা হবে।
তাদের কাছ থেকে ১টি করে এলজি, কার্তুজ ও ছোরা উদ্ধার করা হয়েছে।