টেরীবাজার-তামাকুমন্ডিসহ চট্টগ্রাম নগরের শপিংমল পরিদর্শনে সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরীর টেরীবাজার-তামাকুমন্ডিসহ বিভিন্ন শপিংমল পরিদর্শন করেছেন সিএমপি কমিশনার হাসিব আজিজ।

রোববার (৯ মার্চ) দুপুরে তিনি টেরীবাজার, তামাকুমন্ডি ছাড়াও নিউমার্কেট বিপণিবিতান, জহুর হকার্স মার্কেটও পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে সিএমপি কমিশনার বলেন, ১০ রোজার পর থেকে মার্কেটগুলো আরও সরগরম হবে বলে আশা করছি। সাধারণ মানুষ যেন নিরাপদে ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করতে পারে, সে লক্ষ্যে আমরা আগেই প্রস্তুতি নিয়েছি। আমি ব্যবসায়ী প্রতিনিধি, দোকান মালিক ও ক্রেতাদের সঙ্গে কথা বলেছি।

তিনি আরও বলেন, ছিনতাইকারীদের দৌরাত্ম্য কমানো আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। শনিবার পর্যন্ত ৫০-৬০ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে, আরও গ্রেপ্তার করা হবে। ছিনতাইকারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে আছি। আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে, যাতে তারা সহজে জামিনে মুক্তি না পায়।

শপিংমল ও বাজার এলাকায় যানজট পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ১৫ রোজার পর থেকে মার্কেটগুলোতে ভিড় বাড়বে। তবে যানজট নিয়ন্ত্রণে আমাদের বিশেষ পরিকল্পনা রয়েছে। মানুষ নিরাপদ বোধ করলে স্বস্তিতে কেনাকাটা করতে পারবে, সেটাই আমাদের লক্ষ্য।

এ সময় উপস্থিত ছিলেন সিএমপির দক্ষিণ বিভাগের উপকমিশনার শাকিলা সোলতানা ও কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm