চট্টগ্রামের পটিয়ায় একটি পোশাক কারখানার গুদাম থেকে ১৪৮ রোল ফেব্রিক্স চুরির ঘটনায় বিনিয়োগকারী ব্যবসায়ীসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই)। এছাড়া নগরীর টেরিবাজার থেকে উদ্ধার করা হয়েছে ১০১ রোল ফেব্রিক্স।
জানা গেছে, পটিয়া উপজেলার পাচুরিয়া হুলাইন এলাকায় ‘দ্য নিড অ্যাপারেলস প্রাইভেট লিমিটেড’ নামের একটি পোশাক কারখানার গুদামে সম্প্রতি চুরি সংঘটিত হয়। কারখানা কর্তৃপক্ষ পটিয়া থানায় ১৪৮ রোল রপ্তানির জন্য মজুদ ডেনিম ফেব্রিক্স চুরির অভিযোগ করেন। ঘটনার তদন্ত শেষে পিবিআই চোরচক্রের ১০ জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আসামিরা হলেন চোরচক্রের সর্দার আবুল কালাম কালু (৫২), তার সহযোগী মাসুদ আলম ওরফে পিচ্চি মাসুদ (৪৭), সামছুল আলম (৫৩) ও পিকআপ চালক মো. পারভেজ (২৬) এবং মধ্যস্থতাকারী আরিফুর রহমান চৌধুরী (৪০), আবুল বশর প্রধান (৪৫), মোহাম্মদ মুজিবুল হক (৪৫), মো. পারভেজ (২৬), মোহাম্মদ ফারুক (৪০) ও তার ছেলে মোহাম্মদ হৃদয় (২০)। এদের মধ্যে আরিফুর রহমান চৌধুরী ও মুজিবুল হক বিনিয়োগকারী এবং ব্যবসায়ী।
পিবিআই চট্টগ্রাম মেট্রো ইউনিটের পুলিশ সুপার (এসপি) নাইমা সুলতানা জানান, গত ২৬ আগস্ট কর্তৃপক্ষ জানতে পারে চুরির বিষয়টি। এর আগে ১৭ আগস্ট, ২২ আগস্ট এবং ২৫ আগস্ট রাতে তিনদিন ধরে তিন দফায় একইভাবে প্রবেশ করে কাপড়ের রোল চুরি করে চক্রটি।
তিনি জানান, সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে দেখা গেছে, গুদামের পেছনদিকে কাঁটাতারের বেঁড়া ডিঙিয়ে চোরের দল প্রবেশ করে জানালার লোহার গ্রিল ভেঙে ভেতরে ঢুকে কাপড় নিয়ে যায়। তিনদিনই প্রচুর বৃষ্টি ছিল। গুদামের সিকিউরিটি স্টাফরা ছিলেন সামনের দিকে। বিশাল আকারের গুদাম। মুষলধারে বৃষ্টির মধ্যে পেছনদিকে চোর প্রবেশের বিষয়টি সিকিউরিটি স্টাফরা বুঝতে পারেননি। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, চোরেরা মুখোশ পরিহিত ছিল। তারা কাপড়ের রোল বের করে সড়কে রাখা একটি পিকআপ ভ্যানে তোলে। শেষে একটি সিএনজি অটোরিকশা ও পেছনে একটি প্রাইভেট কারের পাহারায় পিকআপটি সেখান থেকে নিয়ে যাওয়া হয়। তিনদিন ধরে একই প্রক্রিয়ায় কাপড় চুরি করে সেগুলো আনা হয় নগরীর টেরিবাজারে কাপড়ের পাইকারি মার্কেটে। পরে টেরিবাজারের কাটা পাহাড় লেইন থেকে পরিত্যক্ত অবস্থায় ১০১ রোল ফেব্রিক্স উদ্ধার করা হয়।
এএস/ডিজে