টেরিবাজারে ভগ্নিপতির বস্তাবন্দি লাশ উদ্ধার : খুনের দায় স্বীকারে শ্যালক আটক!

0

প্রতিদিন রিপোর্ট :

 

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানা টেরিবাজার এলাকার একটি বাসা থেকে বস্তাবন্ধি লাশ উদ্ধার করেছে পুলিশ।

munshi-pic_126782

 

s alam president – mobile

আজ সোমবার সকালে থানায় গিয়ে শ্যালক খুনের দায় স্বীকার করে, পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ বস্তাবন্ধি ভগ্নিপতির লাশটি উদ্ধার করে। এ খুনের ঘটনার দায় স্বীকার করায় শ্যালক বাবলু ধরকে আটক করেছে পুলিশ।

 

নিহত ভগ্নিপতির নাম অঞ্জন ধর (৩৫)। বাড়ি বাঁশখালি উপজেলায়।

 

কোতোয়ালি থানার ওসি জসিম উদ্দিন জানায়, চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার টেরি বাজারে একটি বাসায় অঞ্জন ধর (৩৫) নামে এক ব্যাক্তিকে হত্যার পর লাশ বস্তায় পুরে রেখে শ্যালক বাবলু থানায় এসে হত্যার দায় স্বীকার করে। পরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিহতের গ্রামের বাড়িতে খবর দেয়া হয়।

Yakub Group

শ্যালক বাবলু ধরকে আটক করে সিআইডির স্পেশাল টিমকে খবর দেওয়া হয়েছে বলে জানিয়ে ওসি বলেন, টিম এসে ঘটনার তদন্ত করার পর মামলা দায়ের করা হবে।

 

রিপোর্ট : সুমন কুমার দে

এ এস / জি এম এম / আর এস পি :

 

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!