টেকনাফ শাহপরীরদ্বীপ ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ পরিদর্শনে পানি সম্পদমন্ত্রী

টেকনাফ শাহপরীরদ্বীপ ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ পরিদর্শনে পানি সম্পদমন্ত্রী 1গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ : পানি স¤পদ মন্ত্রণালয়ের দুই মন্ত্রী টেকনাফ সাবরাং ইউনিয়নে সরেজমিনে শাহপরীর দ্বীপ ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার (৮ জুন) বেলা সাড়ে ১২ টার দিকে পানি স¤পদ মন্ত্রী ও জাতীয় পাটির প্রেসিডিয়াম সদস্য ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহদুমদ এমপি ও প্রতিমন্ত্রী নজরুল ইসলাম টেকনাফের শাহপরীর দ্বীপের বিলীন হয়ে যাওয়া প্রতিরক্ষা বেড়িবাঁধ পরিদর্শনে করেন। এসময় উপস্থিত ছিলেন, উখিয়া-টেকনাফের সাংসদ আব্দুর রহমান বদি, হাজ্বী মোহাম্মদ ইলিয়াছ এমপি , কক্সবাজার জেলা প্রশাসক আলী হোসেন, কক্সবাজার জেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক মুফিজুর রহমান, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন ছিদ্দিক, জেলা জাতীয় পাটির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মো. তারেক, কক্সবাজার সদর উপজেলা জাতীয় পাটির সভাপতি মেহেরুজ্জামান, জেলা যুব সংহতি সভাপতি শহীদুল ইসলাম মুন্না, উখিয়া উপজেলা জাতীয় পাটির সভাপতি ও কেন্দ্রীয় সদস্য অধ্যাপক নুরুল আমিন সিকদার ভুটো, টেকনাফ উপজেলা জাতীয় পাটির সভাপতি শফিক আহম্মদ বিকম, সাবরাং ইউপি চেয়ারম্যান ও টেকনাফ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর হোসেন, কক্সবাজার জেলা যুবলীগের সহ-সভাপতি আবুল কালাম, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জিয়াবুল হক, টেকনাফ পৌরসভা জাতীয় পাটির সাধারণ স¤পাদক শাহাজাহান,শাহপরীরদ্বীপ সাংগঠনিক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সোনা আলী, টেকনাফ উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি আবদুল ওয়াজেদ, সাধারণ স¤পাদক মুফিজুর রহমান, উপজেলা জাতীয় শ্রমিক পাটির সভাপতি আবদুল মোতালেব আতিয়ার, শাহপরীর দ্বীপ সাংগঠনিক ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি নুর মোহাম্মদসহ আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মন্ত্রীদ্বয় শাহপরীরদ্বীপ প্রতিরক্ষা বেড়িবাঁধের করুণ অবস্থা দেখেন এবং স্থানীয় দূর্গত জনসাধারণের সাথে কথা বলেন। শীঘ্রই এই শাহপরীর দ্বীপ প্রতিরক্ষা বেড়িবাঁধ নৌবাহিনীর সদস্যদের মাধ্যমে নির্মাণের কাজ অচিরেই শুরু হবে বলে আশ্বস্থ করেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm