টেকনাফে ‌‘বন্দুকযুদ্ধে’ মানবপাচারকারী নিহত

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোজাহের (২৫) নামের এক মানবপাচারকারী নিহত হয়েছেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভোরে সাবরাং ইউনিয়নের হারিয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোজাহের সাবরাং হারিয়াখালী এলাকার হাকিম আলীর ছেলে। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল মাদক ও মানবপাচারবিরোধী অভিযানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে মানবপাচারকারীরা এলোপাতাড়ি গুলিবর্ষণ করতে থাতে এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছে। পরে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে তারা সু-কৌশলে পালিয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থল থেকে পুলিশ সদস্যরা গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ। তিনি বলেন, ‘এখনও যারা মাদক ও মানবপাচারে জড়িত তাদের নির্মূল করতে অভিযান অব্যাহত থাকবে।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!