টেকনাফে ২৫ হাজার ইয়াবা ফেলে পালালো পাচারকারী

কক্সবাজারের টেকনাফে ২৫ হাজার ইয়াবা ট্যাবলেট ফেলে পালালো পাচারকারী – দাবি কোস্টগার্ডের।

কোস্টগার্ড জানায়, ঈদের দিন (১২ আগস্ট) ভোর সাড়ে ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, টেকনাফ থানার আওতাধীন দমদমিয়া এলাকায় ইয়াবা পাচার হবে। এর ওপর ভিত্তি করে কোস্ট গার্ড বাহিনী পূর্ব জোনের অধীনস্থ বিসিজি স্টেশান টেকনাফ কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় সন্দেহজনক ব্যাগ হাতে একজন ব্যাক্তিকে তল্লাশির উদ্দেশ্যে থামার সংকেত দিলে সে না থেমে পালিয়ে জঙ্গলের দিকে দৌড় দেয়। তৎক্ষণাৎ কোস্ট গার্ড বাহিনী সদস্যরাও লোকটির পিছু ধাওয়া করলে একপর্যায়ে তার হাতে থাকা ব্যাগটি ফেলে পালিয়ে যেতে সক্ষম হয়।

পরবর্তীতে ব্যাগটি তল্লাশি করে ২৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবা পরবর্তী কার্যক্রমের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন কোস্টগার্ডের ভারপ্রাপ্ত গোয়েন্দা কর্মকর্তা লে. (বিএন) শাহ জিয়া রহমান।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!