টেকনাফে মালয়েশিয়া যাওয়ার পথে ৬ রোহিঙ্গা আটক

টেকনাফে মালয়েশিয়াগামী ৬ রোহিঙ্গাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। শনিবার (১৯ অক্টোবর) ভোর ৬টার দিকে সদর ইউনিয়নের লম্বরী মৎস্য ঘাট থেকে তাদেরকে আটক করেন। আটককৃতদের মধ্যে ৪ জন নারী ও ২ জন পুরুষ বলে জানিয়েছে পুলিশ। এরা বালুখালী, কুতুপালং ও উনচিপ্রাং রোহিঙ্গা শিবিরের বাসিন্দা।

স্থানীয় সূত্র জানিয়েছে, শনিবার ভোর সাড়ে ৬টা নাগাদ সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় সদর ইউনিয়নের লম্বরী ঘাট থেকে ২ জন পুরুষ ও ৪জন নারীসহ মোট ৬ রোহিঙ্গাকে আটক করে স্থানীয়রা। পরে কমিউনিটি পুলিশের মাধ্যমে বিষয়টি টেকনাফ মডেল থানাকে অবহিত করলে উপ-পরিদর্শক জামসেদসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকৃতদের থানায় নিয়ে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উক্ত পুলিশ কর্মকর্তা বলেন, যাচাইবাছাই করে উদ্ধারকৃত রোহিঙ্গাদের তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

এদিকে কমিউনিটি পুলিশ টেকনাফ সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান বলেন, ‘উদ্ধারকৃত রোহিঙ্গারা জানিয়েছেন রোহিঙ্গা হাসেম ও লেঙ্গুরবিল এলাকার বাসিন্দা সোনামিয়ার নেতৃত্বে মালয়েশিয়া যাওয়ার জন্য ট্রলারে উঠার প্রস্তুতি নিচ্ছিলো।’

এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!