টেকনাফে বিড়ির দাম কমাতে মানববন্ধন !

‘গরীব মানুষের বিড়ির দাম বাড়ানো যাবেনা’- এমন শ্লোগানে বিড়ির উপর ২০১৯-২০ অর্থ বছরের বাজেটে কর আরোপ না করতে বিড়ি ভোক্তা অধিকার কক্সবাজারে ক্ষতিগ্রস্তদের সংবাদ সম্মেলনরক্ষায় টেকনাফে শ্রমিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ মে) দুপুর বারটায় টেকনাফ পৌরসভার লামা বাজারের প্রধান সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন শ্রমিকরা।
এ সময় উখিয়া-টেকনাফের বিড়ি ভোক্তা ও শ্রমিক সমিতির সভাপতি মো. কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানবন্ধনে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মো. মঈন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সাবেক সভাপতি শওকত হোসেন, রবিউল ইসলাম, আবু তৈয়ুব, আফজাল হোসেন, মোঃ ফোরকান, দারুল হোসেন, শহিদুল তরফদার, হায়দর আলী প্রমুখ।

এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!