টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ৩ ডাকাত নিহত

অস্ত্র ও ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ ডাকাত নিহত হয়েছে। বুধবার (৬ মে) ভোরে রঙিখালী পাহাড়ে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে ১৮টি বিভিন্ন ধরনের দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ২০০ রাউন্ড গুলি ও ৫৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

নিহত ডাকাতরা হল- ছৈয়দ আলম, নুরুল আলম ও আব্দুল মোনাফ।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধরাত ভোরে রঙিখালীর গহীন পাহাড়ে ডাকাতের আস্তানায় অভিযান চালায় পুলিশ। পুলিশ একপর্যায়ে ডাকাতদলের আস্তানা ঘেরাও করলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করতে থাকে। এতে পুলিশের ৪ কর্মকর্তাসহ ৫ জন আহত হয়। পুলিশও পাল্টা গুলিবর্ষণ করলে ডাকাতদলের তিন সদস্য ঘটনাস্থলে নিহত হয়। এ সময় ডাকাতের আস্তানা থেকে ১৮টি দেশি-বিদেশি অস্ত্র ও ৫৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

ওসি আরও বলেন, নিহতরা চিহ্নিত ডাকাতদলের সদস্য। তাদের প্রত্যেকের বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। নিহত ডাকাত সদস্যদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং আহত পুলিশ সদস্যদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!