টেকনাফে পুলিশের সঙ্গে ‌‌‌বন্দুকযুদ্ধে ২ রোহিঙ্গাসহ নিহত ৩

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ২ রোহিঙ্গাসহ ৩জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩ পুলিশ সদস্য।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ভোরে টেকনাফের বাহারছড়া পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উখিয়া বালুখালী ১৭ নম্বর রোহিঙ্গা বস্তির ফজল আহাম্মদের পুত্র মো. জামিল (২০), নবী হোসেনের পুত্র মো. আসমত উল্লাহ (২১) ও আরেকজন বাহারছড়া ইউনিয়নের নতুনপাড়া এলাকার মৃত মো. আলীর পুত্র মো. রফিক (২৪)। আহত পুলিশ সদস্যরা হলেন এএসআই হাবিব উল্লাহ, কনস্টেবল রাকিবুল ও দেলোয়ার।

এ সময় ঘটনাস্থল থেকে দেশীয় তৈরি ৩টি এলজি, ৬ রাউন্ড তাজা গুলি, ৮ রাউন্ড গুলির খালি খোসা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার (ওসি) প্রদীপ কুমার দাশ। তিনি বলেন, পলাতক আসামিদের আটক করার জন্য বাহারছড়ার নতুন পাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় জামিল, আসমত ও রফিককে আটক করা হয়। তাদের স্বীকারোক্তি মতে তাদের নিয়ে অস্ত্র উদ্ধারে গেলে সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালান। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এতে পালিয়ে যাওয়ার সময় ঘটনাস্থলে তিনজন নিহত হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!