টেকনাফে নামাজ শেষে বাড়ি ফেরার পথে ৪ জন গুলিবিদ্ধ

কক্সবাজারের টেকনাফে জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের গুলিতে আহত হয়েছেন ছাত্রসহ চারজন। আহতদের অভিযোগ, রাজনৈতিক প্রতিপক্ষ আব্দু শুক্কুর ও ইমরান খান বিলাস নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে।

গুলিবিদ্ধরা হলেন—টেকনাফের হোয়াইক্যং ঝিমংখালির বাসিন্দা চট্টগ্রাম সরকারি স্যার আশুতোষ কলেজের শিক্ষার্থী ওসামাবিন হোছাইন, একই গ্রামের মো. ইউনুস, মো. রাজু ও মো. শফি।

শুক্রবার (১৩ জুন) জুমার নামাজের পরে টেকনাফের হোয়াইক্যং ঝিমংখালিতে এ ঘটনা ঘটে।

আহত কলেজ শিক্ষার্থী ওসামাবিন হোছাইন বলেন, শুক্রবার জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে আমাদের প্রতিপক্ষ আব্দু শুক্কুরের নেতৃত্বে আওয়ামী লীগ নেতা ও ঝিমংখালি এলাকার সন্ত্রাসী বাহিনীর প্রধান ইমরান খান বিলাস ও তার বাহিনীর সদস্যরা অতর্কিতভাবে গুলি বর্ষণ করে। আমিসহ আরও তিনজন মো. ইউনুস, মো. রাজু ও মো. শফিক গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা আমাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসাপাতালে নিয়ে যায়। আব্দু শুক্কুর ও ইমরান খান বিলাস ও তার বাহিনীর সদস্যরা গুলি করে ঘটনাস্থল থেকে সরে যায়।

এ ব্যাপারে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি ইনচার্জ উপ-পরিদর্শক রুবেল বলেন, আজ ঝিমংখালিতে গোলাগুলির একটি ঘটনা ঘটে। এ ঘটনার খবর পেয়ে পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছেন।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm