টেকনাফ প্রতিনিধি: টেকনাফ হোয়াইক্যং কানজর পাড়া উচ্চ বিদ্যালয়ের জাতীয় ছাত্র সমাজের উদ্যোগে গতকাল ১৯ জুন সোমবার বিকাল ৫ টার দিকে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
হোয়াইক্যং কানজর পাড়া উচ্চ বিদ্যালয়ের হল রুমে জাতীয় ছাত্র সমাজের আহবায়ক সাইফুল ইসলাম সাগরের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. আরিফের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা জাতীয় পাটির সাংগঠনিক স¤পাদক মাষ্টার আবুল হোসেন হেলালী, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জিয়াবুল হক, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন টেকনাফ পৌরসভার জাতীয় পাটির সাধারণ শাহজাহান, টেকনাফ উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি আবদুল ওয়াজেদ, হোয়াইক্যং ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি মমতাজ মিয়া, টেকনাফ সদর ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি ইসলাম, টেকনাফ উপজেলা শ্রমিক পাটির সভাপতি আবদুল মোতালেব আতিয়ার, শাহপরীরদ্বীপ জাতীয় পাটির সভাপতি নুর মোহাম্মদ, হোয়াইক্যং ইউনিয়ন জাতীয় পাটির সাধারণ স¤পাদক মাষ্টার ছাবের। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন, হোয়াইক্যং ইউনিয়ন জাতীয় পাটির সহ-সভাপতি রমজান আলী, হোয়াইক্যং ইউনিয়ন জাতীয় ছাত্র সমাজের সভাপতি মো. ইসমাইল, সাধারণ স¤পাদক বনি আমিন, উপজেলা জাতীয় ছাত্র সমাজের কৃষি বিষয়ক স¤পাদক এম এ গফুর রানা, হোয়াইক্যং ইউনিয়ন জাতীয় ছাত্র সমাজের সাংগঠনিক স¤পাদক সিরাজুর মোস্তফা, হোয়াইক্যং উচ্চ বিদ্যালয়ের জাতীয় ছাত্র সমাজের আহবায়ক গিয়াস উদ্দিন। কানজর পাড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র নেতা পারভেজ, কামাল, আরিফ, আরফাত, রফিক, নাছির, ইসমাইল, ইমরান, দেলোয়ার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দেশের কল্যাণে জাতীয় ছাত্র সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। যারা জাতীয় ছাত্র সমাজকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তাদেরকে সঠিক সময়ে জবাব দেওয়া হবে। তারা আরো বলেন, এ পবিত্র রমজান মাসে গরিব, দুখী ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য ছাত্র সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং জঙ্গিবাদ, সন্ত্রাস ও শিক্ষাঙ্গনে অরাজকতাবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। শেষে দেশ ও জাতির সার্বিক কল্যাণ এবং পল¬ীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর দীর্ঘায়ু কামনা করে মুনাজাত করা হয়।